ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলমের কাছ থেকে আখতার হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
মনোনয়ন ফরম নেতাকর্মী সংগ্রহ করলেও আখতার হোসেন নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা করবেন বলে জানা গেছে।
![]()
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলার আহ্বায়ক আল মামুন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলার সাংগঠনিক সম্পাদক এমআই সুমন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, পীরগাছা প্রধান সমন্বয়কারী আল মামুন, কাউনিয়া প্রধান সমন্বয়কারী কারী সাইদুল ইসলাম, হারাগাছ প্রধান সমন্বয়কারী ইয়াসীর আরাফাতসহ অন্যান্য নেতারা।
![]()
আখতার হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি কাউনিয়া ও পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও জনসংযোগসহ করেছেন ইতোমধ্যে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং সেখানে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তিনি একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন। আখতার হোসেন এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন।
প্রতিনিধি/এসএস

