বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে যে কাঠামো গঠন আমরা করেছি, সেটা জুলাই সনদ নামে জাতির কাছে গৃহীত হয়েছে। আগামী গণভোটে আমরা জনগণকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলার জন্য আহ্বান জানাচ্ছি। ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার সরকারি শাহ্পুর মধুগ্রাম কলেজ অডিটোরিয়ামে শাহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
গোলাম পরওয়ার বলেন, ‘হ্যাঁ’কে জয়যুক্ত করার মানে হচ্ছে দুর্নীতিকে না বলা, ফ্যাসিজমকে না বলা, দলীয়করণকে না বলা। আগামী দিনে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে, ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনিক সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সব রাজনৈতিক দলের অধিকারের সুযোগ-সুবিধার সমতা রক্ষা করতে হবে। দেশে বিরাজমান সহিংসতা, সন্ত্রাস, গুলি বর্ষণ ইত্যাদি ঘটনায় দেশবাসী ও জাতি আজ উদ্বিগ্ন।
ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা যুব সভাপতি বি এম আলমগীর হোসেনের পরিচালনায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, জেলা ছাত্র বিষয়ক সম্পাদক, ডুমুরিয়া উপজেলা আমির উপজেলা হিন্দু শাখা সভাপতিসহ স্থানীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে সকাল ৯টায় ফুলতলা উপজেলা ওয়ার্ড প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন তিনি।
বিকেল ৩টায় ডুমুরিয়া কলেজ অডিটোরিয়ামে ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। সন্ধ্যায় ফুলতলার আটরা-গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আয়োজিত আব্দুল মালেকের বাড়ির আঙিনায় সহযোগী সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল।
প্রতিনিধি/এসএস

