নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে জাগলার চর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
বিজ্ঞাপন

নিহতদের মধ্যে আলাউদ্দিন নামে একজনের নামপরিচয় জানা গেছে। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। নিহত অন্য চারজনের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, চরের খাসজমি দখলকে কেন্দ্র করে সকালে জাগলার চর এলাকায় সামছুদ্দিন গ্রুপ ও আলাউদ্দিন গ্রুপ সংঘর্ষে জড়ায়। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আলাউদ্দিনসহ পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ নোয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে হাতিয়া থানা পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একটি যৌথ দল ঘটনাস্থলে রওনা হয়। তবে দুর্গম এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছাতে কিছুটা সময় লাগে।
বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালীন সামছুদ্দিন গ্রুপের সামছুকে আলাউদ্দিনের গ্রুপ তুলে নিয়ে গেছে বলে খবর। এছাড়া আরও ৪-৫ জন গুরুতর আহত অবস্থায় জাগলার চরে আটকা পড়ে।
হাতিয়া থানা পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রতিনিধি/এমআর

