মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় ডেকে নিয়ে হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

খুলনায় ডেকে নিয়ে হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

খুলনায় আক্তার হোসেন নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকায় বিলের মধ্যে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী আক্তার হোসেন বলেন, আমি হোটেলে কারিগরের কাজ করতাম। ১৫ দিন ধরে কোনো কাজ না থাকায় পরিবার নিয়ে কষ্টে ছিলাম। আমার পরিচিত এক ব্যক্তির কাছে টাকা ধার চাইলে সে দেখা করতে বলে। দেখা করলে সে বলে তুই আমার সঙ্গে শত্রুতা করছিস। এই বলে তার সাথে থাকা ৪-৫ জন চেপে ধরে আমার হাতের কবজি কেটে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, এ রকমের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা তার পূর্ব পরিচিত। সন্ত্রাসীদের ধারণা ছিল আক্তার হোসেন পুলিশের সোর্স হিসেবে কাজ করে এবং সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর