মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া

শহীদ লুৎফুর রহমান বিজিবি হাসপাতাল ঠাকুরগাঁও-এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ উপলক্ষ্যে কেক কাটা দোয়া ও প্রীতিভোজ করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও বিজিবি ৫০ ব্যাটালিয়নের সদর দপ্তরে হাসপাতালের সকল সদস্যবৃন্দের অংশগ্রহণে দিনটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করা করা হয়।


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে হাসপাতালের উত্তরোত্তর সাফল্য, রোগীদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে কেক কেটে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলার বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, সুধী সমাজের নেতৃবৃন্দ সহ বিজিবির বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্যে ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া বলেন, দীর্ঘ এক দশক ধরে যারা শহীদ লুৎফুর রহমান বিজিবি হাসপাতালে পেশাদারিত্বের সঙ্গে মানবিকতা ও সেবার মান বজায় রেখে দায়িত্ব পালন করে আসছেন, তিনি তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি হাসপাতালের অব্যাহত সাফল্য এবং ভবিষ্যতে আরও উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর