রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ফসলি জমির সিমানা আইল নিয়ে সংঘর্ষ ঠেকাতে গিয়ে হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে বিলের মধ্যে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২), আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।
আহত শরিফুল শেখ বলেন, নিহত হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল। জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় আমার ও আমার ভাই টোকন শেখকে চাচাতো ভাই জামাল ও রাকিব মারধর করে। এসময় হাবিব এগিয়ে এসে মারধর ঠেকাতে গেলে মাটিতে পরে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, জমি নিয়ে বিরোধে ৪ জন আহত হয়েছেন। এসময় এক কৃষকের নিহত হয়েছে। ময়নাতদন্ত না হলে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
প্রতিনিধি/এসএস

