আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রার্থী ঘোষণা দিয়েছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এতে গাইবান্ধা জেলার পাঁচটি আসনের মধ্যে পৃথক দুটি আসন থেকে লড়বেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় পার্টির গাইবান্ধা জেলা শাখার সভাপতি সারওয়ার হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লড়বেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।
এছাড়া গাইবান্ধা-২ (সদর) আসনে আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ময়নূর রাব্বি চৌধুরী রুমান ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ও রোকেয়া ইসলাম দম্পতির ছেলে।
রাজনৈতিক জীবনে- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন ও প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। এছাড়া জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ২০১৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চলতি ২০২৫ সালের ৭ জুলাই তাকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। এই রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পৃথক দুটি আসন থেকে জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রতিনিধি/এসএস

