মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেরানীগঞ্জে ফলের আড়তে অভিযান, ৯ জন দণ্ডিত  

উপজেলা প্রতিনিধি, কেরানীগঞ্জ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম

শেয়ার করুন:

কেরানীগঞ্জে ফলের আড়তে অভিযান, ৯ জন দণ্ডিত  
কেরানীগঞ্জে ফলের আড়তে অভিযান, ৯ জন দণ্ডিত  

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজেন্দ্রপুরের ফলের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) সকালে পরিচালিত হওয়া অভিযানে অবৈধভাবে কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে কলাসহ বিভিন্ন ফল পাকানোর কারণে ৯ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 


বিজ্ঞাপন


অভিযানে আরও ছিলেন - কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের প্রতিনিধি ফিল্ড অফিসার আলী আকবর সুহেল, কেরানীগঞ্জ থানার এসআই হাসমাত আহমেদ ও মাহবুব রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, বেশ কয়েক দিন ধরে রাজেন্দ্রপুর এলাকায় ফল ও সবজির আড়তগুলোতে কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে কলা পাকানো হয় যা মানবদেহের জন্যে অত্যন্ত ক্ষতিকর। যার ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়তের ম্যানেজারসহ কয়েকজন আড়তদারকে অর্থদণ্ড করা হয় এবং কেমিক্যাল মেশানো কলা বিনষ্ট করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর