মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার
গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৩৭.৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


বিজ্ঞাপন


গ্রেফতাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খড়িআল চৌওকা গ্রামের মো. কাওছার (২২), রসুলপুর গ্রামের মো. হোসেন আলী (৩০) ও ঝালকাঠির নলছিটি উপজেলার শংকর পয়সা গ্রামের মো. ইব্রাহীম (২৭)।

জানা যায়, সোমবার সকালে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের এক আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে, জেলার মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে মাধবপুর শহরের দিকে একটি মিনি পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য আসছে। ওই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ইউনাটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে। এসময় থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে ৩ ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, গাড়ির বডির ওপর প্লাস্টিক ক্যারেটের ভিতর সাদা বস্তার মধ্যে গাঁজা রয়েছে। গাড়িটি তল্লাশি করে ৩৭.৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়ের পূর্বক তাদেরকে মাধাবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর