মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুর-২: স্ত্রীসহ বিএনপির প্রার্থী জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ এএম

শেয়ার করুন:

চাঁদপুর-২: স্ত্রীসহ বিএনপির প্রার্থী জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জালাল উদ্দিন। ছবি: সংগৃহীত

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন এবং তাঁর স্ত্রী ও তিন সন্তানের বিদেশে যাত্রা নিষিদ্ধ করেছেন আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন সোমবার এই আদেশ দেন। আদেশ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন জালালের স্ত্রী শাহানাজ শারমিন, ছেলে সাইদ মোহাম্মদ রিজভী ও সাইদ মোহাম্মদ আলভী, এবং মেয়ে আয়েশা তাসমিয়া তানভী। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ আবেদন করেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধিবহির্ভূত অর্থ উপার্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসারে, তিনি নিজ এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ বৈধ করার চেষ্টা করছেন এবং বিদেশে পাচারের মাধ্যমে তা লেনদেন করেছেন।

দুদক সূত্রের দাবি, জালাল উদ্দিন সপরিবার যেকোনো সময়ে দেশ ত্যাগ করতে পারেন। তাই তদন্তের স্বার্থে তাঁর পরিবারসহ বিদেশ যাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর