ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে৷
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
ডা. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হয়েছিলেন৷ কয়েক মাস আগে তিনি জামিনে কারামুক্ত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নাশকতার একটি মামলায় ডা. আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস

