সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবি, সড়ক অবরোধ

গাজীপুর–২ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের টঙ্গীতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তারা এসব কর্মসূচি পালন করে। প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল বিঘ্নিত হয়,  সৃষ্টি হয় যানজট।


বিজ্ঞাপন


সন্ধ্যায় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে টঙ্গীর কলেজ গেইট থেকে মশাল মিছিলটি বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চেরাগ আলী এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

আরও পড়ুন

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

আন্দোলনরত নেতাকর্মীরা বলেন, গাজীপুর–২ আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে। জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা যেদিকে, মনোনয়নও সেদিকেই যেতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।

thumbnail_Screenshot_20251222_204217_Editor_Lite


বিজ্ঞাপন


বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত ও জনপ্রিয় সালাহউদ্দিন সরকারের মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই এই আসনে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

প্রসঙ্গত: গাজীপুর -২ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র এমএ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি। সোমবার গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহউদ্দিন সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই দিন গাজীপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর