শরীয়তপুরে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা ছোটাছুটি শুরু করেন।
বিজ্ঞাপন
সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ ও আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/একেবি

