সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ এবং কুমারখালী সরকারি কলেজের পুকুর থেকে শাহিন হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শাহিন কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত আমজাদ হোসেনের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্বজনরা জানায়, শাহিন চোখে কম দেখত। ডায়াবেটিস, ব্রেইনসহ নানান রোগে ভুগছিল। রোববার বিকেলে প্রতিদিনের মতোই আসরের নামাজ পড়তে কুমারখালী বড় জামে মসজিদে গিয়েছিল শাহিন। সন্ধ্যা হওয়ার পরও বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত ৮টার দিকে কুমারখালী সরকারি কলেজের পুকুরে তার স্যান্ডেল দেখতে পান স্থানীয় লোকজন ও স্বজনরা।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ওইদিন রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে খুঁজে পাইনি ফায়ার সার্ভিস। এরপর সোমবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সকাল সাড়ে ১১টার দিকে শাহিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, স্বজন ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় মরদেহটি সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধ শাহিনের মৃত্য হয়েছে।

এর আগে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এক ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, ভোরে শহরতলির হরিপুর ব্রিজের উপর অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এক ভ্যান চালক তাকে হাসপাতালে পৌঁছে দেয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ভ্যান চালক ও মৃত ব্যক্তির কোন পরিচয় দিতে পারেন। নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর