পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। অভিযানে একটি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের শেখগছ মৌজায় জনৈক ব্যক্তির আবাদি জমিতে অভিযান চালানো হয়। সেখানে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছিল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ড্রেজার ও পাইপ ফেলে রেখে পালিয়ে যায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ডিজেলচালিত পুরাতন মডিফাইড ড্রেজার মেশিন, ৬ ইঞ্চি ব্যাসের দুটি পাইপ এবং বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় মো. জারিফুল ইসলাম (৪৫), মো. করিমুল ইসলাম (৩৮), মো. আব্দুস সালাম (৪৭), মো. আনোয়ার হোসেন (৩৫) ও মো. আব্দুল কাদের (৫০)-সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশ বলেন, “আবাদি জমি থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজ্ঞাপন
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল থানা হেফাজতে আনা হয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/একেবি

