সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নলছিটিতে দুই রাজনৈতিক নেতা বাবা–ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

নলছিটিতে দুই রাজনৈতিক নেতা বাবা–ছেলে গ্রেফতার
সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাক সরদার এবং তার ছেলে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার।

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে ঝালকাঠির নলছিটি উপজেলায় কৃষকলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা সম্পর্কে বাবা ও ছেলে।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন— সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাক সরদার এবং তার ছেলে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার।

আরও পড়ুন

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার, উদ্ধার দুটি বাইক

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবারই তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর