ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা এক বেওয়ারিস বৃদ্ধা নারীকে উদ্ধার করে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন কয়েকজন স্বেচ্ছাসেবী। মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে স্থানীয়রা এই উদ্যোগকে বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে ছিলেন ওই বৃদ্ধা নারী। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পচে গেছে এবং পোকায় ভরা অবস্থায় তার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও স্বেচ্ছাসেবীরা মানবিক দায়বোধ থেকে তাকে উদ্ধার করতে পিছপা হননি।
বিজ্ঞাপন

প্রাথমিকভাবে বৃদ্ধাকে রাস্তার পাশে থেকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিয়মিত ড্রেসিং, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসকের পরামর্শ এবং পুষ্টিকর খাবারের মাধ্যমে ধীরে ধীরে তার শারীরিক অবস্থা উন্নতি পেতে শুরু করে। কয়েক সপ্তাহের ধারাবাহিক পরিচর্যার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৈয়বুর রহমান বলেন, সময়মতো এই নারীটি উদ্ধার না হলে তার জীবন রক্ষা করা সম্ভব হতো না। স্বেচ্ছাসেবীদের তৎপরতা এবং মানবিক উদ্যোগ তাকে নতুন জীবন উপহার দিয়েছে।
বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, বৃদ্ধা নারীটির নিরাপদ ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে তাকে চট্টগ্রামের একটি আশ্রয় কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তিনি শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক পুনর্বাসনের সুযোগ পাবেন এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারবেন।
এই মানবিক উদ্যোগে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা হলেন—ফারাবী আহম্মেদ সাকিল, ইমরান হোসেন, ফারহান আহমেদ বাপ্পি এবং রায়হান খান তামিম।

স্থানীয়রা এই উদ্যোগকে ইতিবাচকভাবে অভিহিত করছেন। তারা বলছেন, সমাজের অবহেলায় প্রতিদিন অসংখ্য মানুষ নীরবে কষ্ট ভোগ করে, তবে এই স্বেচ্ছাসেবীরা প্রমাণ করেছেন মানবিকতা এখনো সমাজে বেঁচে আছে। সামান্য সহানুভূতি, দায়িত্ববোধ এবং সচেতনতা থাকলেই রক্ষা পেতে পারে এমন অসংখ্য জীবন।
প্রতিনিধি/এসএস

