সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ২ বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি জব্দ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ২ বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি জব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, রোববার (২১ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি),অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালায়।

আরও পড়ুন

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ০৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে— একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি।


বিজ্ঞাপন


পুলিশ আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন ঢাকা মেইলকে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর