বিগত ৯ মাস পূর্বে কৃষি উপদেষ্টার মেনে নেওয়া দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্রজ্ঞাপন জারি অথবা সুরাহা না হওয়ায় ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
এর আগে, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ১০ম গ্রেড, শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি মেনে নেয় শিক্ষা উপদেষ্টা কিন্তু এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান করে ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকে। সে সময় সড়কের দু-ধার দিয়ে প্রায় তিন শতাধিক যানবাহন আটকে পড়ে। ঘটনার এক পর্যায়ে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস এসে শিক্ষিার্থীদের সাথে কথা বলে সড়ক অবরোধ থেকে সরে যেতে অনুরোধ করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরার অনুরোধে শিক্ষার্থী মহাসড়ক থেকে সরে যান।
এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকলে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সঙ্গে সমোঝতায় শিক্ষার্থীরা আজকের বিক্ষোভের কর্মসূচি শেষ করে।
প্রতিনিধি/ এজে

