চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব পালিত হয়েছে।

বিজ্ঞাপন
সোমবার (২২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় বরেন্দ্র কৃষি উদ্যোগ এই উৎসবের আয়োজন করে।
শুরুতে বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিক, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জানৃালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

পরে বিভিন্ন পিঠাপুলির স্বাদ গ্রহণ করেন উপস্থিত সকলে। এতে বিভিন্ন কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন

শেষে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করে মানিক ও হীরক।
প্রতিনিধি/ এজে

