সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝালকাঠির দুটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠির দুটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেনভুট্টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিন উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


বিজ্ঞাপন


এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল খানসহ আরো অনেকে।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ঝালকাঠি-নলছিটির মানুষ আমার প্রাণ প্রিয়। তাদের সেবা করতে চাই। যেখানে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থানে বসবাস করতে পারবে।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোমিন উদ্দিন এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জহিরুল হক সোহেল, এনামুল হক সাজু, রুবেল ফকির, অ্যাডভোকেট ফয়সাল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলনেতা শামীম মৃধা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাহেদ রানা ভুঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আলম নবীন সহ ঝালকাঠি জেলা রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এসময় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট প্রদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দলের সবাই আজ ঐক্যবদ্ধ। দেশে সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর