টাঙ্গাইলের জামালপুর-ধনবাড়ি সড়কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন আরও দুইজন। শুক্রবার (৮ জুলাই) দিনগত রাত ১২টা ৪০ মিনিটে একটি যাত্রীবাহী মিনিবাস ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার সকালে ধনবাড়ি থানার ডিউটি অফিসার এএসআই আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন—জেলার গোপালপুর উপজেলার সুতি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকারের ছেলে ও অটোভ্যানচালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শহিদের ছেলে সাইফুল ইসলাম (২২), সাইফুলের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রামের ফজলুলের ছেলে হাসান (১৯)।
এএসআই আশিকুজ্জামান জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ দুজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরও দুজন। পরে তাদের উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া শুক্রবার (৮ জুলাই) রাতেই নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এইচই