ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদবিরোধী ও জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদীর রূহের মাগফেরাত কামনায় পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির ব্যানারে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের জিপি অ্যাড. আব্দুল বারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিস পঞ্চগড় জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান, জামায়াতে ইসলামী জেলা যুব বিভাগের সভাপতি তোফায়েল প্রধান, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের যাকেই ভারত হুমকি মনে করেছে, তাকেই বিভিন্নভাবে দমনের চেষ্টা করেছে। বুয়েটের আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় তাকে শহীদ করা হয়েছিল, একইভাবে শরিফ ওসমান হাদিক যখন ভারতীয় আগ্রাসনের জন্য হুমকি হয়ে দাঁড়ালো, তখন তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হলো।
তাঁরা ওসমান বিন হাদীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, ভারত এবং আওয়ামী লীগ মনে করেছিল ওসমান হাদিকে সরিয়ে দেয়া হলে এ দেশের বিপ্লবীরা থেমে যাবে, ভীত হবে। অথচ তারা ভাবতে পারেনি- সারাদেশে আরও অসংখ্য হাদি তৈরি হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা শহীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, সাংবাদিক শহিদুল ইসলাম শহীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভা সঞ্চালনা করেন সাংবাদিক আবু নাঈম। শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী পঞ্চগড় পৌর আমির জয়নাল আবেদীন।
প্রতিনিধি/ এজে

