রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরের ৬টি আসনে ১৫ জনের মনোনয়ন সংগ্রহ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

রংপুরের ৬টি আসনে ১৫ জনের মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬ টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন প্রার্থী। 

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম। 


বিজ্ঞাপন


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রংপুর জেলার ৬ টি সংসদীয় আসনের বিপরীতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে রংপুর-১ আসনে ৩ জন, রংপুর-২ আসনে ১ জন, রংপুর-৩ আসনে ৫ জন, রংপুর-৪ আসনে ২ জন, রংপুর-৫ আসনে ১ জন ও রংপুর-৬ আসনে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনও কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।

রংপুরের ৬ টি আসনের ৫ টি আসনেই দলীয় মনোনয়নপ্রাপ্ত ৫ জন বিএনপির প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে রংপুর ১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর ২ আসনে মোহাম্মদ আলী, রংপুর ৩ সামসুজ্জামান সামু, রংপুর-৫ আসনে অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর ৬ সাইফুল ইসলাম। শুধু মাত্র রংপুর ৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত এমদাদুল হক ভরসা এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি। 

এদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে শুধু রংপুর সদর ৩ আসনে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে দলীয় মনোনয়ন এখনও চূড়ান্ত না হলেও ইতোমধ্যে রংপুর ১ আসনে ব্যারিস্টার মঞ্জুম আলী, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মন্ডল, রংপুর ৪ আসনে ফখরুজ্জামান। 

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী হিসেবে রংপুর সদর ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমিরুজ্জামান পিয়াল এবং রংপুর ৩ আসনেই তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। 


বিজ্ঞাপন


এ বিষয়ে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬ টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন প্রার্থী। এখনও কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর