রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় নারী কারাগারে

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় নারী কারাগারে

সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় এক নারীকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুন হাসান খান।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আসামি ও বাদীর উপস্থিতিতে দুই পক্ষের আইনজীবীর যুক্তিতর্কে বাদীর অভিযোগ প্রমাণিত না হওয়ার বিচারক উপরোক্ত সাজা দেন ।


বিজ্ঞাপন


আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত বাদীর নাম শারমিন আক্তার শিলা। তিনি সাটুরিয়া উপজেলার তেবারিয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

মামলার আসামি ছিলেন বাদীর প্রাক্তন স্বামী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মানড়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে মোহাম্মদ শহীদ হোসেন।

আসামির পক্ষের আইনজীবী আজিজুল হক অপু বলেন, শারমিন আক্তার শিলা তার স্বামীর  শহীদ হোসেনের চলতি বছর ১৭ নভেম্বর উভয় পক্ষের মধ্যে খোলা তালাক সম্পন্ন হয়। তালাকের সময় কাবিনের অর্থ ও খরচ বাবদ মোট ১৪ লাখ টাকা নগদ গ্রহণ করেন বাদী শারমিন আক্তার শীলা। খোলা তালাকের দুই দিন পর ১৯ নভেম্বর শারমিন আক্তার তালাকে বিষয়টি গোপন করে তার স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করেন। আদালত থেকে আসামি শহীদ হোসেনকে সমন জারি করেন। রোববার আসামি ও বাদী আদালতে উপস্থিত হন। বিচারকের সামনে আসামি পক্ষের আইনজীবী প্রমাণ করতে সামর্থ্য হন যে বাদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কারণ বাদী তালাকের মাধ্যমে তার সমস্ত পাওনাদি বুঝে নিয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ ও তালাকের কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়। বাদীর অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ করে দেন ও মিথ্যা মামলা করায় বাদী শারমিন আক্তারকে একদিনের কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে জেলা হাজতে নেওয়া হয়। 

আরও পড়ুন

প্রধান শিক্ষককে লাঞ্ছিত: অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শারমিনের সাবেক স্বামী মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিয়ের পর থেকেই পারিবারিক অস্থিরতায় সম্পর্ক টেকেনি। একাধিকবার বিরোধের পর উভয়ের সম্মতিতে তালাক হয় এবং তালাকের সময় সব দেনা-পাওনা পরিশোধ করা হয়। তার পরেও লোভে পড়ে আমার বিরুদ্ধে মামলা করেছে। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। শিশুটিকে তার নানার বাড়িতে নিয়ে যেতে কোনো আপত্তি নেই বলেও তিনি আদালতকে জানান।

অন্যদিকে, আদালতে দেওয়া বক্তব্যে বাদী শারমিন আক্তার শিলা বলেন, আমি কাবিনের টাকা বুঝে পেয়েছিলাম, তবে আমার কাছ থেকে আগে ১২ লাখ টাকা চাকরি বাবদ নিয়েছিল বলে আমি মামলা করেছিলাম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর