রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছ সোপর্দ করা হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম ইরফান খান মেরাজ। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। 

জুলাই যোদ্ধারা জানান, দীর্ঘদিন ধরে মেরাজ পলাতক ছিল। গত শনিবার রাতে তাকে প্রকাশ্যে দেখা যায়। এরপরই গণধোলাই দেওয়া হয়। পরে পুলিশ ডাকা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মেরাজ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের বিশ্বস্ত কর্মী ছিল। রকি বর্তমানে পলাতক রয়েছে। তারা সবাই জুলাই আগস্টে ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল বলেও জানিয়েছেন জুলাই যোদ্ধারা।

বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের উপগ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইরফান খান মেরাজকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে। তার ওপর অস্ত্র ও বিষ্ফোরক আইনের ১০টি ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর