রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পটুয়াখালীতে ট্রলিচাপায় ও পুকুরে ডুবে দুই শিশু নিহত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ট্রলিচাপায় ও পুকুরে ডুবে দুই শিশু নিহত

পটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলায় পৃথক দুইটি মর্মান্তিক দুর্ঘটনায় চার বছর ও দেড় বছর বয়সি দুই শিশু নিহত হয়েছে। আকস্মিক এসব ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বাউফল উপজেলায় ইটবাহী ট্রলিচাপায় হাফসা নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে।


বিজ্ঞাপন


নিহত হাফসা বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খানের মেয়ে। সে কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামের স্লোব হাসপাতালের সামনে তার নানা জলিল হাওলাদারের বাড়িতে অবস্থান করছিল।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে হাফসা বাড়ির সামনে রাস্তায় বের হলে একটি ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ট্রলিসহ চালক পালিয়ে গেলেও স্থানীয়রা মীম ব্রিকস ফিল্ডের ট্রলির চালক রফিক ও রিফাদ নামের দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুন

চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, যে ট্রলির চাপায় হাফসার মৃত্যু হয় সেটিও মীম ব্রিকসের মালামাল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


বিজ্ঞাপন


অন্যদিকে, একই দিন দুপুরে দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের চরহাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবু সাঈদ, সে চরহাদী গ্রামের লিটন ব্যাপারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুর মা পারিবারিক কাজে ব্যস্ত থাকার সময় সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আবু সাঈদ। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই দুটি হৃদয়বিদারক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের মাতম চলছে। দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. অলীউল্লাহ পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর