রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ২১ কোটি টাকার মাদক জব্দ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ২১ কোটি টাকার মাদক জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, ব্যাটালিয়নের অধীন তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি, পাশাপাশি ব্যাটালিয়ন সদর ও বাঁকাল চেকপোস্ট এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪ দশমিক ২৫ কেজি আইস (মেথামফেটামিন), ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ, ১০ বোতল মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ২১ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর এলাকা থেকে সবচেয়ে বড় চালানটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।


বিজ্ঞাপন


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা সব চোরাচালানি পণ্য সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর