রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়ন উত্তোলন

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়ন উত্তোলন

রংপুর সদর -৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছ দলের নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু ও প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর- ৩ আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের মনোনয়ন ফরম সংগ্রহ করা হলো। আর এই মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করছে, তারেই প্রথম আত্মপ্রকাশ। তবে নির্বাচনে অংশগ্রহণের কিছু শর্ত কিছু আছে, যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে এবং সবার প্রতি নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটা সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে জাতীয় পার্টি নির্বাচন করবে। আর সেই নির্বাচনে জাতীয় পার্টির বরাবরের মতো ফলাফল ভালোই করবে ইনশাআল্লাহ।

মোস্তফা আরও বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ৩০০ আসনেই। যদিও ৩০০ আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত হয়নি, তবে আরও সময় আছে। শুধু প্রার্থী হলেই তো হবে না। প্রার্থীকে নির্বাচন করার জন্য সক্ষমতা থাকতে হবে। তার জনপ্রিয়তা থাকতে হবে। সবমিলিয়ে চূড়ান্ত মনোনয়ন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর