ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ দোয়া এবং ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ আসর শহরের জহিরিয়া জামে মসজিদে দোয়া মাহফিল এবং ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মিজানুর রহমান।
বিজ্ঞাপন
এছাড়াও শহর শিবিরের সভাপতি ওমর ফারুক ও জেলা শিবিরের সভাপতি আবু হানিফ হেলালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
প্রতিনিধি/একেবি

