ফেনীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। নবগঠিত কমিটিতে সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজলকে সভাপতি, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ফেনীর একটি রেস্টুরেন্টে কমিটির সদস্যরা ২০২৬ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করেন।
বিজ্ঞাপন
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সমির উদ্দিন ভুঁইয়া, বৈশাখী টিভির প্রতিনিধি রাজন দেবনাথ। যুগ্মসাধারণ সম্পাদক এখন টেলিভিশনের রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম, দেশ টিভির প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়। কোষাধ্যক্ষ দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। দফতর ও প্রচার সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি সুরঞ্জিত নাগ।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এনটিভির প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল, সময় টিভির বিশেষ প্রতিনিধি বখতেয়ার ইসলাম মুন্না, ডিবিসি নিউজের প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, চ্যানেল আইয়ের প্রতিনিধি রবিউল হক রবি, আরটিভির প্রতিনিধি আজাদ মালদার, বিটিভির প্রতিনিধি শওকত মাহমুদ, মাছরাঙা টিভির রিপোর্টার জমির উদ্দিন বেগ, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি দিদারুল আলম, একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জু, নিউজ২৪ টিভির প্রতিনিধি সৈয়দ ইয়াসিন সুমন, চ্যানেল নাইনের প্রতিনিধি জহিরুল হক মিলন।
এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য হিসেবে রয়েছেন গ্লোবাল টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, মাইটিভির প্রতিনিধি আমিন চৌধুরী, স্টার নিউজের প্রতিনিধি তানভীর চৌধুরী, মোহনা টিভির (ফেনী উত্তর) প্রতিনিধি নিজাম উদ্দিন ভূঞাঁ সজীব, আর টিভির ফেনী করেসপন্ডেন্ট এম এ আকাশ, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার কাজী হাবিবুল্লাহ সুমন, চ্যানেল এস'র সিনিয়র প্রতিনিধি মো. আহসান উল্লাহ, চ্যানেল এস'র ফেনী জুনিয়র প্রতিনিধি পিনু শিকদার, গ্রিন টিভির প্রতিনিধি ফখরুল ইসলাম, নাগরিক টিভির নুর হোসেন, রাজধানী টিভির প্রতিনিধি আলা উদ্দিন সবুজ, এনটিভি অনলাইন (ফেনী সদর ও ছাগলনাইয়া) প্রতিনিধি জাহিদ রাজন, এনটিভির প্রতিনিধি (সোনাগাজী ও দাগনভূঞা) ওমর ফারুক।
সহযোগী সদস্য হিসেবে রয়েছেন- সময় টিভির জুলহাস তালুকদার, মীর হোসেন রাসেল, এখন টিভির ভিডিও জার্নালিস্ট দুলাল তালুকদার, এটিএন নিউজের মোজাম্মেল হক লিংকন, যমুনা টিভির জাহেদ হোসেন রনি, ডিবিসি টিভির কামরুল হাজারী, মাছরাঙ্গা টিভির কামরুল আরেফিন, বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল মামুন, মাই টিভির এনামুল হক বাদশা, স্টার টিভির আহনাফ তাহমিদ, দেশ টিভির আশরাফুল হক সৌরভ, মাহফুজুর রহমান রাহুল, আর টিভির মো. মোরশেদ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

