পদত্যাগ করে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আগামী ২৮ তারিখ পদ (অ্যাটর্নি জেনারেল) থেকে অব্যাহতি নিয়ে আপনাদের সাথে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেব। আমি এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ার লক্ষ্যেই সংসদ সদস্য হতে চাই।’
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করব। বিএনপির শীর্ষ পর্যায় থেকে আমাদের সেভাবেই জানানো হয়েছে। আগামী ২৮ তারিখের পর থেকে আমি চব্বিশ ঘণ্টা আপনাদের সঙ্গে নির্বাচনী মাঠে কাজ করব।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি আল্লাহ এক ও অদ্বিতীয়। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে, তা কেবল কিয়ামতের ময়দানেই ফয়সালা হবে। ভোটের আশায় জান্নাতের টিকিট বিক্রি করা কুফরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এই ভ্রান্ত ধারণা দূর করবেন।’
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিনিধি/একেবি

