আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লোহাগড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব শিমুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন: লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু; সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম; সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, মনির খান, কাজী ইমরান ও জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রাম এবং দলের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে আমি ধানের শীষের মনোনয়ন পেয়েছি। এটি এই এলাকার মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের গঠনমূলক আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমার পথচলার বড় শক্তি। বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকরা এখন ঐক্যবদ্ধ। রাজনৈতিক ঐক্যের পাশাপাশি দেশের এই ক্রান্তিলগ্নে সাংবাদিক ও সচেতন নাগরিকদের ভূমিকাও অপরিহার্য।’
মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মনিরুল ইসলাম নিজেই।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে নড়াইল ও লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

