বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী এক মামলাবাজের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বান্দার বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
শাহানুর রহমান শাহিন ওরফে কালু আকনের দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. সাহানুর রহমান শাহীন (কলু আঁকন) উদ্দেশ্য প্রণোদিতভাবে ধান কাটার মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ কৃষকদের হয়রানি করছে। তারা বলেন, তার ষড়যন্ত্রমূলক মামলা থেকে বাদ যায়নি বয়সের ভারে নুয়ে পড়া ৭০/৮০ বছরের বৃদ্ধসহ ইজিবাইক চালকও।
মানববন্ধন আসা ৭৫ বছরের বৃদ্ধ আব্দুল বারেক তালুকদার বলেন, আমি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারি না। লাঠির ওপর ভর করে হাঁটি। আমিও ধান কাটা মামলার আসামি।
নিশানবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুছ মুনশি খোকা বলেন, মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষক ও বয়স্ক মানুষদের হয়রানি করায় প্রতিবাদ করেছি। এত ফলে আমাকেও মামলায় আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
![]()
এ ছাড়াও মানববন্ধনে ভুক্তভোগী সায়েদ হাওলাদার, সেলিম শিকদার, কালাম চাপরাসি, ইজিবাইক চালক তফসের ব্যাপারী, ছত্তার হাওলাদার, সরোয়ার সোমাদ্দার, স্বপন তালুকদার, বাদল তালুকদার, ফোরকান মানববন্ধনে বক্তব্য রাখেন। তারা বলেন, এ ধরনের মিথ্যা মামলা পুরো এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ বিষয়ে মামলার বাদী পার্শ্ববর্তী বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের মৃত. রুস্তুম আলী হাওলাদারের ছেলে শাহানুর রহমান শাহিন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, তার ৬ একর ১৮ শতক পৈতৃক জমির কিছু অংশ জমি নিয়ে কিছু লোক ঝামেলা করায়। আইনগতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি কাউকে হয়রানি করার জন্য অভিযোগ দায়ের করেনি।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/এসএস

