শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন আটক
যশোর জেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বহুল আলোচিত সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন।

যশোর জেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বহুল আলোচিত সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা রামপুরা এলাকা থেকে তাকে ডিবির আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

টাক মিলন যশোর শহরের পুরাতন কসবার রোস্তম আলীর ছেলে।

আরও পড়ুন

কুমিল্লায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের ডিবির হাতে আটক

যশোর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। সেসব ঘটনায় মামলাও রয়েছে।


বিজ্ঞাপন


এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানারি আদেশ রয়েছে। ডিবির একটি টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে আটক করে। বর্তমানে যশোরের উদ্দেশে রওনা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনো বিরোধী অভিযানে সন্ধ্যায় দুবাই থেকে স্ত্রী, সন্তান নিয়ে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর