শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

জেলা প্রতিনিধি, রাজশাহী 
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে রাজশাহী কলেজ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর শাখা ইসলামী ছাত্রশিবির এই গায়েবানা জানাজার আয়োজন করে।


বিজ্ঞাপন


জানাজায় ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাফেজ মো. নুরুজ্জামান, রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির, অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন ও অর্থ সম্পাদক জহির রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় শিবির নেতারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গায়েবানা জানাজা চলাকালে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ছাত্রশিবিরের অনেক নেতাকর্মীকে অঝোরে কাঁদতে দেখা যায়।

হাদির এই গায়েবানা জানাজায় সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। জানাজা শেষে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর