ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ওসি সফিকুর ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন— সিরাজুল ইসলাম (৫০), সুমন (৪২), রিপা আক্তার নিপা (২০), সনি আক্তার ফারজানা (২৩) ও মোছা. রুবিনা আক্তার (৩৫)।
সফিকুর ইসলাম জানান, ডিবির তিনটি চৌকস দল গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ ও দোহার থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দোহার থানার জয়পাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকুতুব এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমনকে গ্রেফতার করা হয়।
এছাড়া কেরানীগঞ্জ মডেল থানার মনু ব্যাপারীর ঢাল এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে দোহার, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রতিনিধি/ এমইউ

