শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন
কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলায় সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেননি। পরে স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। খবর পেয়ে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর