চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকের ধাক্কায় রিফাত ও সোহাগ নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা মহল্লার শাহ আলমের ছেলে। অপরজন সোহাগ আজাইপুর পচাপুকুর এলাকার আশরাফুলের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সার্কিট হাউস মোড়ে এক ট্রাফিক পুলিশ একটি মোটরসাইকেলকে ধাওয়া দেন। এ সময় মোটরসাইকেলটি পালানোর চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সোহাগকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে উত্তেজিত লোকজন বিশ্বরোড মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ পুলিশ বক্সের আসবাবপত্রে আগুন দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/এমআর

