শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার
শের আলী হত্যা মামলার প্রধান আসামি দলিলুর রহমান।

র‌্যাব-৯ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজারের চাঞ্চল্যকর শের আলী হত্যা মামলার প্রধান আসামি দলিলুর রহমানকে (৩১) হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

সে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সাপমারার ডেইল এলাকার মৃত কাশেমের ছেলে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

আরও পড়ুন

ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এর আগে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জ ও র‌্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ অভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে মহেশখালীর চাঞ্চল্যকর শের আলী হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি দলিলুর রহমান গ্রেফতার হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর