ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের বাইতুল আমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমবেত হয়। এসময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। যার ফলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
![]()
পরবর্তীতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন এবং সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন।
ঘেরাও কর্মসূচির সময় জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বিক্ষুব্ধ ছাত্র-জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব ধরনের আইনি সহযোগিতার প্রদানের প্রতিশ্রুতি দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসককে বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়াম লীগের নেতারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্ন সামাজিক কাজে অংশ নিচ্ছে। এনসিপি নেতা তামীম জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ পতিত সরকারের দোসর। তাকে প্রেসক্লাব থেকে বের করে দেয়া হয়েছে। কিন্তু তাকে আইনের আওতায় না আনার কারণে সে এখন মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক শিক্ষার্থী ও এনসিপি নেতাদের বক্তব্যের জবাবে বলেন, তিনি চাঁদপুরে নতুন এসেছেন। চাঁদপুরে কি কি সমস্যা এবং কাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা লিখিত দেয়ার জন্য। তিনি এসব বিষয়গুলো ব্যবস্থা গ্রহণ করবেন।
![]()
এদিকে বিক্ষোভকারীরা এ সময় প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ চলাকালে পুরো এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিনিধি/এসএস

