শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওসমান হাদি হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

ওসমান হাদি হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র-জনতার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে পুরো রাজপথ মুখরিত হয়ে উঠে।


বিজ্ঞাপন


এসময় বিক্ষোভ মিছিলটি বের হয়ে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

‘হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না’

সমাবেশ বক্তব্য দেন- কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তির ইফতেখার শাওন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুখরিত, জাতীয় নাগরিক পার্টি নাটোর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, জাতীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলমসহ ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

thumbnail_IMG_20251219_151817


বিজ্ঞাপন


এসময় ছাত্র নেতারা বলেন, হাদি ভাইয়ের অসমাপ্ত কাজের পূর্ণতা দেবে জুলাইয়ের সব ছাত্র-জনতা। বাংলাদেশ চলবে, হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব নাগরিকের সিদ্ধান্তে, কোনো ভারতীয় সিদ্ধান্তে দেশ চলবে না। ২৪-এর জুলাই বিপ্লব এখনও শেষ হয়নি, জুলাই আবার আসবে। ছাত্র-জনতা আবার রাস্তায় নামবে, আবার বিপ্লব ঘটাবে। সেদিন দিন পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে থাকবে। যারা এখনো আওয়ামী লীগকে সহযোগিতা করছে, তাদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে। হাদির খুনিদের দ্রুত ধরে দিবালোকে ফাঁসিতে ঝুলাতে হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর