খুলনার ডুমুরিয়া উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন। শুক্রবার (৮ জুলাই) খুলনা -সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন সময় এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকার উপজেলার আঙ্গাদোহা গ্রামের কাছে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
এতে প্রাইভেটকার চালকসহ অন্তত ৪ জন আহত হন।
দুপুর ১২টার দিকে গুটুদিয়া ওয়াপদার মাথায় ট্রাক প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩ জন আহত হয়।
এরপর দুপুর আড়াইটার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অপর একটি প্রাইভেটকার।
এতে ৪ জন আহত হয়। আহতরা হলেন, কয়রা উপজেলার মনিরা বেগম (২৫), মোংলার কামারখালি এলাকার আবুল কালাম আজাদ (৬০) ও একই এলাকার সালাউদ্দিন (১৫)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাকিদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এএ