টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় হেলাল উদ্দিন শেখ (৪৫) নামে এক ব্র্যাক ব্যাংকের মাঠকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার উপজেলার ধুনাইল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদাইকান্দি এলাকার চাঁদ মিয়ার শেখের ছেলে। তিনি জেলার গোপালপুর উপজেলার মোহনপুর এলাকায় ব্র্যাক ব্যাংকের মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ব্র্যাংক ব্যাংকের মাঠ কর্মী হেলাল উদ্দিন শেখ নামে এক ব্যক্তি ট্রাক চাপায় দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলেঙ্গা হাইওয়ে থানা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/ এজে

