শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না’

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

‘জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিয়ে নির্বাচন আটকাতে পারবে না’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কেউ বাধা দিয়ে নির্বাচন আটকে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবেই হয়ে যাবে।’

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ৫টি বিদ্যালয়ের নতুন ভবন এবং ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সহবস্থানে থাকে তাহলে সেটা আরও ভালো হবে। গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানাই।

এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান। এ সময় ওই ঘটনার মূলহোতাকে গ্রেফতারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘মূল আসামি গ্রেফতার হয়নি সত্য। তবে তার সহযোগী ও হাতিয়ার যারা ছিল তারা গ্রেফতার হয়েছে।’

HA1

এর আগে, তিনি সিরাজদিখানের কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের উপর দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের একাডেমিক ভবন ও রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন করেন।


বিজ্ঞাপন


এতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর