লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনি টকশো অনুষ্ঠানে বিএনপি ও ইসলামী আন্দোলনের দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায় নাই।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, দুপুরে যখন টকশো চলছিল, তখন বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় একটি প্রশ্নকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের এক নেতা জুতা উঁচিয়ে ওই প্রশ্নকারীরে দেখায়।
এরপরই উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিএনপি ও ইসলামী আন্দোলনের মধ্যে হাতাহাতি, চেয়ার মারামারি হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই টেলিভিশনের টকশো অনুষ্ঠানটি সাময়িক স্থগিত হয়ে যায়।
রামগঞ্জ থানার এস আই নাজমুল জানান, প্রশ্ন করা নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে নেতৃত্বস্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিনিধি/ এজে
বিজ্ঞাপন

