কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের দক্ষিণপাড়ায় পানি ভর্তি গর্তে পড়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাড়ির পেছনে মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি একটি গর্তে পড়ে প্রাণ হারায় আবদুল মাবুদের শিশু সন্তান নোমান এবং তার প্রতিবেশী বেলাল উদ্দিনের শিশুকন্যা জন্নাতুল ফেরদৌস। তারা দুজনই একই পাড়ার বাসিন্দা ও খেলাধুলার সঙ্গী ছিল।
বিজ্ঞাপন
স্থানীয়দের মতে, দুপুরে খেলতে গিয়ে অজান্তে গর্তে পড়ে যায় শিশু দুটি। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাহারবিল ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক জানান, ঘটনাটি থানাকে অবহিত করা হয়েছে এবং এ ধরনের গর্ত দ্রুত ভরাটের প্রয়োজনীয়তা রয়েছে।

