পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে পঞ্চগড় জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পৌরসভা এলাকায় অবস্থিত দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে বোদা পৌরসভা এলাকার মেসার্স এম এম এল ব্রিকস ও মেসার্স এস এ আর ব্রিকস নামের দুটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ফলে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এবং জেলা প্রশাসন, পঞ্চগড়-এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়-এর সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। ফলে আশপাশের পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এ অবস্থায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়-এর সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ নেই। যেসব ইটভাটা আইন অমান্য করে কার্যক্রম চালাবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে

