ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশিদ হারুন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থীতার জন্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিজ্ঞাপন
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, নজরুল ইসলাম।
প্রতিনিধি/ এজে

