শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

ফেনীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২

ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে বুধবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ সময় ফেনী মডেল থানা পুলিশের অভিযানে ৫ জন, দাগনভূঞা থানা পুলিশের অভিযানে ৫ জন ও পরশুরাম থানা পুলিশের অভিযানে ২ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

অভিযানে ফেনী মডেল থানা পুলিশ কর্তৃক ফুলগাজী উপজেলার পশ্চিম বসন্তপুর গ্রামের মাহমুদুল হক লিমন, দাগনভূঞা উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের মো. ইস্রাফিল আজম আসিফ, লালমনিরহাট জেলার মির্জাকোট গ্রামের মো. শরীফুল ইসলাম, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমড়ী গ্রামের মো. আল আমিন ও ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের মো. নুর হোসেন রিয়াজকে গ্রেফতার করা হয়। 

দাগনভূঞা থানা পুলিশের অভিযানে ফেনী সদর উপজেলার রুহিতিয়া গ্রামের রাকিবুল হাসান, দাগনভূঞার কেরোনিয়া গ্রামের খাজা আহাম্মদ, একই উপজেলার দক্ষিণ করিমপুরের নুরুল ইসলাম, একই এলাকার তাজুল ইসলাম, পশ্চিম চন্ডিপুর গ্রামের মো. ইস্রাফিল আজম আসিফকে গ্রেফতার করা হয়। এছাড়া পরশুরাম থানা পুলিশের অভিযানে উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের এনাম হোসেন ও রতনপুর গ্রামের শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে বুধবার গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর